জাপানে ঘণ্টায় ২৭০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে আঘাত হানতে পারে টাইফুন নানমাদল। রোববার দেশটির কিউশু দ্বীপে এটি আঘাত হানতে পারে। উপকূলীয় এলাকার কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শনিবার কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, টাইফুনটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিউশু এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ওই এলাকায় ভূমিধস ও বন্যার মতো ঘটনা ঘটতে পারে।
কিউশু হচ্ছে জাপানের দক্ষিণের চারটি দ্বীপের মধ্যে অন্যতম। এটি জাপানের মূল ভূখন্ডের অংশ। এর জনসংখ্যা প্রায় এক কোটি ৩০ লাখ।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আঘাত হানার পর টাইফুনটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে রাজধানী টোকিওর দিকে অগ্রসর হতে পারে। আঘাত হানার পরেও এর গতিবেগের তীব্রতা বহাল থাকতে পারে।
আবহাওয়া দপ্তরের একজন কর্মকর্তা শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘অভূতপূর্ব ঝড়, উচ্চ ঢেউ, জলোচ্ছ্বাস এবং রেকর্ড বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে।’