ইউক্রেনের সেনাবাহিনী আট মাসের যুদ্ধে ২৭৮টি রুশ বিমান ধ্বংস করেছে। ১৯৭৯ থেকে ৮৯ সাল পর্যন্ত আফগানিস্তানে সামরিক হস্তক্ষেপে সোভিয়েত ইউনিয়ন যতগুলো বিমান হারিয়েছিল এই সংখ্যা তার দ্বিগুণেরও বেশি। ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
তবে তার এ দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
জেনারেল ভ্যালেরি জালুঝনি টুইটারে লিখেছেন, ‘পূর্ণ মাত্রায় আগ্রাসনের সময়, (ইউক্রেনীয়) প্রতিরক্ষা বাহিনী আফগানিস্তানে ১০ বছরের যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের চেয়ে দ্বিগুণের বেশি (রাশিয়ান) বিমান ধ্বংস করেছে । ইউক্রেনের ১১৮টি বিমানের বিপরীতে রাশিয়ার ২৭৮ বিমান। এই যুদ্ধ রাশিয়ার জন্য একইসঙ্গে লজ্জা ও ধ্বংস ডেকে আনবে।’
আফগানিস্তানে রুশ আগ্রাসনের সময় প্রায় ১৪ হাজার সোভিয়েত সৈন্য নিহত হয়েছিল। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কিয়েভ ও মস্কো হতাহত ও ক্ষয়ক্ষতির পাল্টাপাল্টি সংখ্যা প্রকাশ করেছে। তবে এগুলো সত্যতা এখনও যাচাই করা যায়নি।