আফগানিস্তানের দখল নেওয়া তালেবানরা তাদের দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে। আফগানিস্তানের সংবাদ সংস্থা পাজহোকের বরাত দিয়ে মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এমন তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই মন্ত্রীর এক জনকে অর্থ ও অপরজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী করা হয়েছে গুল আগাকে এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সদর ইব্রাহিমকে। এছাড়া গোয়েন্দাপ্রধান হবেন নাজিবুল্লাহ।
একইসঙ্গে মোল্লা শিরিনকে কাবুলের গভর্নর এবং রাজধানীর মেয়র করা হয়েছে হামদুল্লাহ নোমানিকে। তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গত সপ্তাহে কাবুল নিজেদের কবজায় নেয় তালেবান। গোষ্ঠীটি ওই সময় জানিয়েছিল, তারা সর্বদলীয় সরকার গঠন করবে। এর জন্য ৩১ আগস্টের আগে তারা সরকার গঠন করবে না।