মিয়ানমারের সেনারা দুই কন্যা শিশুকে হত্যার পর তাদের মাকে ধর্ষণ ও হত্যা করেছে। রোববার দেশটির সংবাদমাধ্যম ইরাবতি এমন তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত শনিবার মাগউই অঞ্চলের পাউক শহরতলিতে এ ঘটনা ঘটেছে।
শনিবার শহরতলির ইন নগে হতাউক গ্রামে প্রায় ৭০ সেনা, পুলিশ ও জান্তা সমর্থক পিউ স হতে মিলিশিয়ারা অভিযান চালায়। তারা গোলাগুলি শুরু করলে গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। এ সময় দ আয়ে আয়ে উইন নামের ৪২ বছরের এক নারী ও তার চার বছরের শিশু কন্যাকে আটক করে সেনারা। শিশুটিকে ছুরিকাঘাত করে হত্যা করে তারা এবং ওই নারীকে তার বাড়ির কাছেই অবস্থিত একটি রেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেনারা আরও ২৯ গ্রামবাসীকে আটক করে। এদের মধ্যে ৯ শিশুও ছিল। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে আটক গ্রামবাসীদের মানবঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করে সেনারা। আটককৃতদের মধ্যে ধর্ষিতা আয়ে আয়ের ১১ বছরের এক শিশু কন্যাও ছিল। তিন দিন পর ওই শিশুর লাশ একটি ডোবায় পাওয়া গেছে।