ইন্দোরের পিচে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই ৯ উইকেটে হার মানে ভারত। এই পিচে প্রথমদিন থেকেই স্পিনাররা সুবিধা পাচ্ছিল। ব্যাটসম্যানরা কোনো সুবিধাই পাচ্ছিলেন না। এমন একটি মরা পিচকে ‘পুউর তথা খারাপ বা মন্দ’ হিসেবে আখ্যা দিয়েছে আইসিসি। পাশাপাশি ভেন্যু হিসেবে ইন্দোরকে তিনটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
আইসিসির এই সিদ্ধান্ত ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে (বিসিসিআই) জানানো হয়েছে। বিসিসিআই ১৪ দিনের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।
ইন্দোরের পিচকে মন্দ উল্লেখ করে আইসিসির কাছে প্রতিবেদন দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সেখানে তিনি লিখেছেন, ‘পিচ খুবই শুষ্ক ছিল। ব্যাট ও বলের মধ্যে কোনো ভারসাম্যই ছিল না। প্রথমদিন থেকেই স্পিনাররা সাহায্য পেয়েছে পিচ থেকে। ম্যাচের পঞ্চম বল থেকেই পিচ ভাঙতে শুরু করে। এরপর খেলা যত গড়িয়েছে, অবস্থা তত খারাপ হয়েছে। পাশাপাশি পিচে ছিল অসম বাউন্স।’