তিন হাজারেরও বেশি মানুষকে নাগরিকত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ইতোমধ্যে এ সংক্রান্ত সব প্রক্রিয়াও সেরে ফেলেছে কর্তৃপক্ষ।
দেশটির পরিচয় ও নাগরিকত্ব বিষয়ক ফেডারেল অথোরিটি এক বিবৃতিতে জানিয়েছে, আমিরাতি নারীদের ৩ হাজার ৩৫৪ জন সন্তানকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশনায় ও উপ-প্রধানমন্ত্রী শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের তত্ত্বাবধানে নাগরিকত্ব প্রদান সম্পর্কিত প্রক্রিয়া শেষ হয়েছে।
রাষ্ট্রের উন্নয়নে যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ ও তাদের নাগরিকত্ব নিশ্চিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।