পাঁচ দিন কোয়ারেন্টাইনে থাকার পরও অনেকের মধ্যে করোনার সংক্রমণ ক্ষমতা থেকে যাচ্ছে। যুক্তরাজ্যের এক নতুন গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
পিসিআর পরীক্ষায় দেখা গেছে, পাঁচ দিন পরও আক্রান্ত ব্যক্তির দেহে করোনাভাইরাসের সক্রিয় অংশ থেকে যাচ্ছে। গবেষণায় অংশ নেওয়া এক তৃতীয়াংশ মানুষের মধ্যে অন্যকে সংক্রমিত করার ক্ষমতা দেখা গেছে।
গবেষক দলের প্রধান ইউনিভার্সিটি অব এক্সিটার মেডিকেল স্কুল লরনা হ্যারিস বলেছেন, ‘পাঁচ দিন পরেও ৩০ শতাংশ মানুষের মধ্যে ক্লিনিক্যালি সম্পর্কযুক্ত মাত্রা সম্ভাব্য সক্রিয় ভাইরাসের উপস্থিতি দেখা গেছে।’
গবেষকরা জানিয়েছেন, ১০ দিন কোয়ারেন্টাইনে থাকার পরেও প্রতি ১০ জনের মধ্যে এক জন সংক্রমণে সক্ষম থাকার প্রমাণ পাওয়া গেছে। কিছু কিছু মানুষের বেলায় সংক্রমণ ক্ষমতার এই মাত্রা ৬৮ দিন পর্যন্ত থাকতে দেখা গেছে।