৮০ বছরে পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি প্রথম প্রেসিডেন্ট যিনি আশির ঘরে পা দিলেন।
রোবাবর স্ত্রী জিলের সঙ্গে বাইডেন তার জন্মদিন উদযাপন করবেন। জন্মদিনের এক দিন আগেই বাইডেন হোয়াইট হাউজে তার নাতির বিয়ের অনুষ্ঠান করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করার জন্য বাইডেন ইতমোধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে নাম লিখিয়েছেন। এরপরও তিনি ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা প্রতিদ্বন্দ্বীতার আশা প্রকাশ করেছেন।
সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান যখন হোয়াইট হাউজ ছেড়েছিলেন তখন তার বয়স ছিল ৭৭ বছর। বাইডেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে তার হোয়াইট ছাড়ার বয়স হবে ৮৬ বছর। তার প্রধান সম্ভাব্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে জয়ী হলে তিনি হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার সময় ৮২ বছর বয়সী হবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। এবং জীবনের পরবর্তী সময়ে কাজ করছে। ২০১৮ সালে দেশটিতে ৬৫ ঊর্ধ্ব জনগোষ্ঠীর সংখ্যা ছিল পাঁচ কোটি ২০ লাখ। ২০৬০ সালে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৯ কোটি ৫০ লাখে উন্নীত হবে বলে অনুমান করা হচ্ছে।