রেজাউল ইসলাম: থার্ড ফেজে নোভাভেক্স ভ্যাক্সিন ডোজ যুক্তরাজ্যের সেন্ট জর্জ ইউনিভার্সিটিতে ব্যবহার করা হয়েছিল অক্টোবর ৭,২০২০ তারিখে। ফার্মাসিউটিক্যাল কোম্পানী নোভাভেক্স ভ্যাক্সিনটি ৮৯% কার্যকর বলে জানিয়েছে।
গত শুক্রবার ফার্মাসিউটিক্যাল কোম্পানী নোভাভেক্স তাদের প্রস্তুতকৃত ভ্যাক্সিন রেগুলেরটরী অনুমোদনের জন্য হেলথ কানাডার কাছে আবেদন করেছে। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে অটোয়া মেরিল্যান্ড-ভিত্তিক এই ফার্মাসিউটিক্যাল কোম্পানীর সাথে ৫২ মিলিয়ন ডোজ ভ্যাক্সিন প্রাপ্তির জন্য চুক্তি সম্পাদন করেছে। উল্লেখ্য যে, ইতিপূর্বে হেলথ কানাডা মডার্না এবং ফাইজার কোম্পানীর ভ্যাক্সিনের রেগুলেটরী অনুমোদন দিয়েছিল।
ফাইজার এবং মডার্নার ভ্যাক্সিন ইতিমধ্যে নাগরিকদের মধ্যে অগ্রাধিকারভিত্তিতে দেওয়া শুরু হয়ে গেছে । অক্সফোর্ড ভিত্তিক আস্ট্রোজেনিকার ভ্যাক্সিনের রেগুলেটরী অনুমোদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে। নোভাভেক্স ভ্যাক্সিনটি রেগুলেটরী অনুমোদন লাভ করলে নাগরিকদের মধ্যে ভ্যাক্সিন দেওয়ার কার্যক্রম তরান্বিত হবে বলে আশা করা যায়।