মিয়ানমারে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। দেশটিতে সামরিক অভ্যুত্থানবিরোধীদের প্রতি সংহতি জানাতেই এই ধর্মঘটের ডাক।
সোমবার (৮ মার্চ) থেকে এই ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
৯টি ট্রেড ইউনিয়নের জোট এক বিবৃতিতে বলেছে, ‘স্বাভাবিকভাবে অর্থনৈতিক ও ব্যবসায়ীক কর্মকাণ্ড চললে তার সুবিধা পাবে মিয়ানমারের জনগণের স্পৃহাকে দমনকারী সেনাবাহিনী। আমাদের গণতন্ত্রকে রক্ষার জন্য এখন পদক্ষেপ নেওয়ার সময়। আমরা মিয়ানমারের অর্থনীতি পুরোপুরি বন্ধের আহ্বান জানাচ্ছি।’
এ ব্যপারে সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। গত প্রায় এক মাসে দেশটিতে অর্ধ শতাধিক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। শনিবার রাতে পুলিশ হেফাজতে ক্ষমতাচ্যুত দল এনএলডির নেতা থিন মং লাতের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ অবশ্য জানা যায়নি। তবে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বা মায়ো থেইন নামে এনএলডির এক নেতা বলেন, ‘দেখা যাচ্ছে, তাকে রাতে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রচণ্ড নির্যাতন করা হয়। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।’