রেজাউল ইসলাম:একজন সংক্রমন এক্সপার্ট মনে করেন যে,আগামী এপ্রিল থেকে উচ্চমাত্রার সংক্রমণশীল কোভিড১৯ ভ্যারিয়েন্ট মারাত্নকভাবে দেখা দিবে যার কারনে থার্ড ওয়েবের সূচনা হবে এবং অন্টারিওকে তৃতীয়বারের মত লক-ডাউন দিতে হবে।
কলিং ফার্নেস, ইউনিভার্সিটি অফ টরন্টোর একজন সংক্রমণ বিশেষজ্ঞ এপিডোমলজি বলেন,”থার্ড ওয়েব অনিবার্য।” তিনি সিটিভি নিউজকে বলেন, “আমি মনে করি থার্ড ওয়েব হবে আমাদের জন্য দীর্ঘ।” গত সপ্তাহের শুরুর দিকে কোভিড কেস নাম্বার হ্রাস পাওয়ায় অন্টারিও গর্ভামেন্ট অঞ্চলভিত্তিক পুনরায় খুলে দেওয়ার ফ্রেমওয়ার্ক ঘোষণা করেছিল। অন্টারিও স্বাস্থ্য কর্মিরা এই পর্যন্ত ২২৮ টি ইউকে ভ্যারিয়েন্ট যা বি-১.১.৭ নামে পরিচিত এবং তিনটি আফ্রিকান ভ্যারিয়েন্ট যা বি-১.৩৫১ নামে পরিচিত, ইতিমধ্যে খুজে পেয়েছেন।
ফার্নেস বলেন, ” উইন্টারের মাঝামাঝি সময়ে পুনরায় খুলে দেওয়ার ঘোষণায় আমি খুব নার্ভাস বোধ করছি।” ফার্নেস বেরিতে রোবার্ত প্লেস,রিটায়ার্ড হোমে প্রানসংহারী কোভিড অউটব্রেকের উল্লেখ করে বলেন, পুরো ফ্যাকাল্টিতে যে দ্রুততায় বি-১.১.৭ ছড়িয়েছিল তার থেকে প্রমান হয় এই ভ্যারিয়েন্ট কত মারাত্নক। স্বাস্থ্য কর্মিরা বলেন, স্টাফ এবং আবাসিকদের মধ্যে খুব দ্রুত সংক্রমণের জন্য এই এই ভ্যারিয়েন্ট মূখ্য ভূমিকা পালন করেছিল যার ফলশ্রুতিতে ৬৯ জন মৃত্যুবরন করেছিল। জানুয়ারীতে প্রকাশিত প্রভিন্সিয়াল ডাটা মডেলিং অনুযায়ী মার্চে ইউকে ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তারকারী হিসাবে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। ফার্নেস বলেন,এপ্রিলের কোন এক সময় অন্টারিওতে কেস নাম্বার এত বেড়ে যাবে যে প্রভিন্স স্কুল বন্ধ করে দিবে এবং আবার লক-ডাউনে যেতে হবে। ” আমার ইন্দ্রিয় বলে যে এপ্রিল হবে খুব ভয়াবহ মাস।” “আশা করি তা কমে আসবে কারন সেই সময় ভ্যাক্সিনেশন খুব দ্রুত হবে।”