অখিল সাহা, টরন্টোঃ যথাযথ গাম্ভীর্য ও মর্যাদার সাথে ঐক্যবদ্ধভাবে এ বছরের মহান ২১শে ফেব্রুয়ারী উদ্যাপনের মাধ্যমে জাতির আত্মানুসন্ধানের গভীরে দৃষ্টিপাতের আহবান জানিয়ে দলমত নির্বিশেষে কানাডার সকল প্রবাসী বাঙালীদের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা।
বিবৃতিতে পিডিআই নেতৃবৃন্দ উল্লেখ করেন, ভয়াবহ অতিমারী সত্তে¡ও ২০২১ সালের ২১শে ফেব্রæয়ারী কানাডা প্রবাসী বাঙালীদের কাছে একটি নতুন গুরুত্ত¡ নিয়ে হাজির হয়েছে। সকলের বহুদিনের স্বপ্নের ফসল একটি শহীদ মিনারে এ বছর সকলে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে জাতির সুর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারছে। এ জন্য পিডিআই শহীদ মিনার প্রকল্পের কাজে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও সংগঠনকে আন্তরিক শুভেচ্ছা জানায়। উল্লেখ্য, প্রকল্পের কাজে পিডিআই কানাডা ও বন্ধু সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদও সাধ্যানুযায়ী আর্থিক অবদান রেখেছে। বিশেষত টরন্টো সিটি কাউন্সিলকে পিডিআই শহীদ মিনারের কাজে সহযোগিতার জন্য একান্ত ধন্যবাদ জ্ঞাপন করে। পিডিআই মনে করে, টরন্টো সিটি কাউন্সিলের এই সহযোগিতা বাঙালীরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
পিডিআই নবনির্মিত শহীদ মিনার নিয়ে অতিসম্প্রতি উদ্ভুত অনাকাংখিত বিতর্কের বিরোধিতা করে উল্লেখ করেন, শহীদ মিনার বাঙালীর জাতীয় ঐক্যের প্রতীক, যা সকল বিতর্কের উর্ধ্বে। টরন্টোর শহীদ মিনার স্থাপনা ও পরিচালনার কাজে কোন বিতর্কিত ও কম্যুনির্টি ঐক্যের অন্তরায় ব্যক্তি যুক্ত হয়ে থাকলে, তাদেরকে সাংগঠনিক কাঠামো থেকে সত্ত¡র অপসারণের মাধ্যমে শহীদ মিনারের পবিত্রতা ও ভাবমূর্তি রক্ষা আবশ্যক বলেও তারা মনে করেন। তারা আরো উল্লেখ করেন, দেশে আশংকাজনকভাবে রাষ্ট্রীয় ও ব্যক্তিমালিকানাধীন খাতে দূর্নীতির বিস্তার দেশ ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। সে জন্য পিডিআই আদর্শিক ও সাংগঠনিকভাবে সকল দূর্নীতির বিরুদ্ধে সংগ্রামে প্রতিশ্রæতিবদ্ধ এবং যে কোন দূর্নীতি বিরোধী ও ন্যায় প্রতিষ্ঠার নায্য দাবির সাখে একাত্ম থাকবে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন পিডিআই-এর যুগ্ম আহŸায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎরঞ্জন দে সহ ড: আজিজুল হক, মো: মাশুক মিয়া, মাহবুব আলম, নাসির উদ দুজা, ইলিয়াস মিয়া, টিটো খন্দকার, সৌমেন সাহা, সৈয়দ আজফার ফেরদৌস, দুলাল পাল, স্বপন বিশ্বাস, হাবিবুর রহমান, শাহীন হাসান, শাহাবুদ্দিন স্বপন, ডা: ইকবাল আহমেদ, রোমান চৌধুরী, রানা দেবরায়, ননীগোপাল দেবনাথ, মোস্তঢা মাহমুদ, স্বপন সরকার, সোলায়মান তালুত রবীন, আতাউর রহমান, হাসান মাহমুদ রুবেল, হাকিম সরকার, চিত্ত ভৌমিকসহ আরো অনেকে।