খালেদা ইয়াসমিন জেলী
এটা বলতে পারো অনুভূতি, নয়তো অভিজ্ঞতা, অতি বড় মানুষ তাহার মনে
কেনো ব্যথা? কর্জ করা বুলি দিয়ে ভোলায়
কতো মন,
ভোগের জন্য ভালোবাসে!
বন্ধু, আপন জন,
প্রেম যেখানে রঙিন গ্লাস, পাপ সেখানে পূর্ণ্য, প্রদীপটি যেই নিভু নিভু ঘরটি কেনো শূন্য, তবু মানুষ
ভালোবাসে মনের ক্ষুধার জন্য, ভালোবাসা মিছে আশা পথ হারানোর পালা। ভুল করো না একটা জীবন, শুধরাতে আর পাবে না ক্ষন। ভাঙা গড়ার খেলা।