নোয়াখালীর ভাসানচরে চতুর্থ দফায় পৌঁছেছে আরো ২ হাজার ১০ জন রোহিঙ্গা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এই সব রোহিঙ্গা সেখানে পৌঁছান। তাদের মধ্যে ৪৮৫ জন নারী, ৫৭৭ জন পুরুষ ও ৯৪৮টি শিশু রয়েছে।
এই দিন সকাল ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নৌ বাহিনীর পাঁচটি জাহাজে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হন তারা।
এর আগে, রোববার (১৪ ফেব্রুয়ারি) উখিয়া থেকে সড়ক পথে তারা চট্টগ্রাম পৌঁছান। রাতে তাদের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। চতুর্থ দফায় ধাপে ধাপে প্রায় ৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে আনা হবে বলে জানা গেছে।
ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহে আলম জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজে সমবেত করে ব্রিফ প্রদান করা হয়। পরে ভাসান চরের বিভিন্ন ক্লাস্টারে স্থানান্তর করা হয় তাদের।