রেজাউল ইসলামঃ- সামনের সপ্তাহে দৃশ্যত হচ্ছে যে আরো কোভিড১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হতে যাচ্ছে।এই কর্মসূচিতে কারা টিকা পাবেন তার আওতা নির্ধারণ করা হবে।
ওয়েলবিং এবং ক্লিনিক এর সিইও রবিবার নেইবারহুড ক্লিনিক্যাল অফিসিয়ালদের এক নোটিশ প্রেরন করেন যে, লং-টার্ম কেয়ার হোম, উচ্চ ঝুকিপূর্ণ রিটায়ার্ড হোম এবং বয়স্ক ফার্স্ট নেশনস,একই সাথে সেই সব বাসিন্দা যারা প্রথম অংশে টিকা পান নি কিন্তু তাদের টিকার খুবই প্রয়োজন, এই পর্যায়ে তাদেরকে কোরোনার টিকার জন্য নির্ধারণ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে, সব লং-টার্ম হোম এবং উচ্চ ঝুকিপূর্ণ রিটায়ার্ড হোমের বাসিন্দাদেরকে টিকা দানের প্রথম পর্বে অংশগ্রহনের সুযোগ করে দিয়ে তা থেকে এন্টিবডি তৈরিতে সাহায্য করা। এই অগ্রগতির মধ্যে বয়স্ক ফাস্ট নেশনসরা যাতে অন্তর্ভুক্ত হতে পারে সমগ্র অঞ্চল জুড়ে তার ব্যবস্থা করা এবং তাদেরকে প্রথম পর্বের টিকা দান কর্মসূচিতে অংশগ্রহনের সুযোগ করে দিয়ে তা থেকে এন্টিবডি তৈরিতে সক্ষম করে তোলা।
টেরিটোরিতে মেডিক্যাল কেয়ার ল্যাব্ররেটোরীগুলিকে চার ভাগে ভাগ করা হয়েছে
১) Most elevated need
২) Extremely high need
৩) High need এবং
৪) Moderate need।
টেরিটোরি বলে যে,মেডিকেল সার্ভিস ল্যাবরেটোরীকে এই চারটি ভাগে ভাগ করা হয়েছে টিকা প্রদানের প্রয়োজনীয়তার মাত্রার তীব্রতার ভিত্তিতে যাতে যাদের প্রয়োজন বেশি তারা টিকাদান কর্মসূচির প্রথম পর্যায়ে অংশগ্রহন করে এন্টিবডি তৈরিতে সক্ষম হতে পারে। এরা দ্বিতীয় পর্বের টিকাদান কর্মসূচীতে ২১ এবং ২৭ দিন পর অংশগ্রহন করতে পারবে। প্রায় ৯২২২৩৪ জন এই পর্যন্ত কোভিড১৯ এর এক অংশের এন্টিবডি প্রাপ্ত হয়েছে, যা প্রাক্কলিত সমগ্র জনসংখ্যার ২.৪৩ শতাংশ। জাতীয় সরকার এই স্প্রিংয়ে টিকাদান কর্মসূচি বৃদ্ধির বিষয়ে আশাবাদী যাতে এখন থেকে এক মাস পর জাতি এন্টিবডির দ্বারা প্লাবিত হতে পারে। ফাইজার এই মার্চের শেষে ৪০০০০০০ ডোজ ভ্যাক্সিন পাঠাতে প্রতিশ্রুতিবন্ধ। অন্টারিওতে সাম্প্রতি ১৭৪৬৪৩ জনকে টিকা দেওয়ার কর্মসূচি সম্পন্ন করা হয়েছে যাতে ৪৬৭৬২৬ ডোজ ভ্যাক্সিন দেওয়া হবে বলে আশা করা যায়।