চীনকে মানবাধিকার লঙ্ঘনের চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন।
চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর বেইজিংয়ের অকথ্য নির্যাতন ও কথিত পুনর্শিক্ষণ কার্যক্রম নিয়ে ওয়াশিংটনের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে বাইডেন এমন প্রতিক্রিয়া জানান। খবর আল-জাজিরার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনকে মানবাধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে।
জিনজিয়াংয়ে বন্দিশিবির তৈরি করে তাতে আটকে রেখে উইঘুর মুসলিমদের নির্যাতন, ধর্ষণ ও ধর্ম পালনে বাধাসহ অন্যান্য মানবাধিকার বিরোধী কার্যক্রমের জন্য বিশ্বজুড়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সমালোচিত।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ সম্প্রচারিত টাউন হলের এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে শি জিনপিংয়ের নাম তুলে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, ‘চীনকে এর মূল্য দিতে হবে এবং তার (শি জিনপিং) এটা জানা আছে।’
মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সোচ্চার অবস্থান অটুট থাকবে জানিয়ে তিনি বলেন, তাদের (উইঘুর মুসলিমদের) সুরক্ষায় চীনের জন্য কীভাবে কী করা যায় এ নিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া জো বাইডেন বলেন, বিশ্বনেতা হওয়ার চন্য মরিয়া হয়ে উঠছে চীন। কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে হলে তাদের সবার আগে অন্যান্য দেশের আস্থা অর্জন করতে হবে।’
বাইডেন চীনের বিশ্বনেতা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বলেন, ‘মানবাধিকারের বিরুদ্ধে যায় এমন কর্মকাণ্ডের সঙ্গে তারা (চীন) যতদিন জড়িত থাকবে ততদিন তাদের জন্য এই লক্ষ্যে পৌঁছানোর বিষয়টি হবে খুবই কঠিন।’