বুধবার রাতে পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে ৩-১ গোলে হারিয়েছে এভারটনকে। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেই আছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এ জয়ে পয়েন্ট টেবিলে পাক্কা ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৬। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সমান ম্যাচে ১৩ জয় ও ৭ ড্রয়ে পয়েন্ট ৪৬।
গোডিসন পার্কে পুরো ম্যাচজুড়েই ছিল সিটির আধিপত্য। ম্যাচের ৭০ শতাংশ সময় নিজেদের কাছেই বল রেখেছিল তারা। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। এভারটনের গোলরক্ষক পিকফোর্ড দারুণ সেভে গোল হজমের হাত থেকে বাঁচান। ১৪ মিনিটে সিলভা ডি বক্সের ভেতরে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে সিটি। কিন্তু রেফারি ভিএআরের সাহায্য নিয়ে কর্নার দেন।
৩২ মিনিটে এগিয়ে যায় অতিথিরা। কর্ণার থেকে পাওয়া বলে সময় নিয়ে পা ছুঁইয়ে গোল করেন ফিল ফোডেন। ৫ মিনিটের ব্যবধানে এভারটন গোল করে সময়তায় ফেরে। রিচার্লিসন গোল করে দলকে সমতায় ফেরান। বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে বার্নাডো সিলভার বাড়ানো বলে সিটির হয়ে দ্বিতীয় গোল করেন রিয়াদ মাহরেজ। এভারটনের ডি বক্সের বাইরে থেকে বল বাড়ান সিলভা। দৌড়ে বল লুফে জালে জড়ান রিয়াদ।
৭৭ মিনিটে সিলভা পেয়ে যান নিজের গোল। এবার ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুসের বাড়ানো পাসে গোল করেন পর্তুগিজ তারকা। ২০১৯ সালে ফুলহামের বিপক্ষে ম্যাচের পর সিলভা একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করলেন।