রেজাউল ইসলাম
চলতি মাস থেকে কানাডায় ফাইজার আর মডার্নার ভ্যাক্সিন আবার আসা শুরু করবে বলে আশা করা যায়। ভ্যাক্সিন লজিস্টিকের দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল ড্যানি ফর্টিন বলেন, এই সপ্তাহে কানাডায় ৪০৩৬৫০ ডোজ ফাইজার ভ্যাক্সিন এসে পৌছেছে।
ফর্টিন বলেন, ফাইজাই এবং মডার্না এই দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানীর ভ্যাক্সিন ডেলিভারি চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছাবে। টার্গেট অনুযায়ী ৬ মিলিয়ন ডোজের মধ্যে ফাইজার ৪ মিলিয়ন ডোজ এবং মডার্না ২ মিলিয়ন ডোজ মার্চের শেষ নাগাদ ডেলিভারি সম্পন্ন করবে। উল্লেখ্য যে, ভ্যাক্সিন রোল আউট বিলম্বের কারনে ফেডারেল সরকার বিরোধী দলের দ্বারা মারাত্নক সমালোচনার মধ্যে পড়ে। ফাইজার তার ক্যাপাসিটি বাড়ানোর জন্য তাদের প্ল্যান্ট বেলজিয়ামে এ পুঃস্থাপন করে। এই কারনে তারা কানাডাতে ভ্যাক্সিনের সিপমেন্ট কমিয়ে দেয়। সাম্প্রতিক সপ্তাহে মডার্নাও তাদের সিপমেন্ট কমিয়ে দেয়।
শনিবারের রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত কানাডার জনসংখ্যার মাত্র ২.৭% প্রথম ডোজ ভ্যাক্সিন নিয়েছে।জনসংখ্যার এক শতাংশেরও কম দুই ডোজ ভ্যাক্সিন নিয়েছে। ভ্যাক্সিন প্রাপ্তি তরান্বিত হলে আশা করা যায় এই হার বৃদ্ধি পাবে। এপ্রিল এবং জুনের মধ্যে কানাডাতে ২৩ মিলিয়ন ডোজ ভ্যাক্সিন এসে পৌছবে বলে আশা করা যায়। ফাইজার কোম্পানী ইতিমধ্যে তাদের মার্চ ডেডলাইন পূরনের জন্য পরবর্তী ৬ সপ্তাহের ডেলিভারির কার্যতালিকা ঠিক করেছে। পরের সপ্তাহে তারা ৪৭৫০০০ ডোজ ভ্যাক্সিন সিপমেন্টের জন্য ঠিক করেছে। ৪৪৪৬০০ ডোজ পরের মাসে সিপমেন্টের জন্য প্রস্তুত করেছে। মডার্না ইতিমধ্যে ৫০০০০০ ডোজ ভ্যাক্সিন ডেলিভারি দিয়েছে। পরের সপ্তাহে তারা হ্রাসকৃত ১৬৮০০০ ডোজ ভ্যাক্সিন ডেলিভারি দিবে।
মডার্নার প্রতিশ্রুত মার্চের মধ্যে বাকি ১.৩ মিলিয়ন ডোজ ডেলিভারির সুনির্দিষ্ট তারিখের জন্য সরকারের তরফ থেকে তাদের সংগে আলোচনা চলছে। তবে তারা দুই সিপমেন্টে এই ডেলিভারি দিবে বলে ফর্টিন জানান। প্রজেক্টসন অনুযায়ী আগামী জুনের মধ্যে ১৪.৫ মিলিয়ন এবং আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ ৪২ মিলিয়ন নাগরিককে ভ্যাক্সিনেটেড করার মত পর্যাপ্ত ফাইজার এবং মডার্নার ভ্যাক্সিন ডোজ কানাডার নাগালে থাকবে বলে আশা করা যায়।