ইসরায়েলের প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকা দেওয়া শেষ হওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তারা। সেই সঙ্গে সচল হতে শুরু করেছে দেশটির অর্থনীতি।
রোববার ইসরায়েলের অধিকাংশ দোকানপাট খুলেছে। পাশাপাশি জিমনেশিয়াম ও সিনেমা হলে যাওয়ার অনুমতি মিলেছে। তবে যারা টিকা পেয়েছেন এবং কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন তারাই এই সুযোগ পাচ্ছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি করা অ্যাপের মাধ্যমে যারা ‘গ্রিন পাস’ পাচ্ছেন তারাই স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে পারছেন।
অবশ্য এরপরও সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সিনাগগ, মসজিদ ও গির্জায় প্রার্থনাকারীদের সংখ্যা অর্ধেক কমানোর নির্দেশও বহাল থাকছে।
ইসরায়েলের ৯০ লাখ নাগরিকের ৪৫ শতাংশেরও বেশিকে ফাইজার-বায়োএনটেকের টিকার এক ডোজ করে দেওয়া হয়েছে। এই টিকার দুই ডোজ সংক্রমণের হার ৯৫ দশমিক ৮ শতাংশ কমিয়ে এনেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।