নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানেই বিদায় নিয়েছিলেন ওপেনার মার্টিন গাপটিল। সেই প্রায়শ্চিত্ত করে তিনি দ্বিতীয় ম্যাচে ঝড় তুললেন ডানেডিনে। যদিও ৩ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। তবে ছক্কার রেকর্ডে রোহিত শর্মাকে পেছনে ফেলে নিজেকে নিয়ে গেলেন অন্য এক উচ্চতায়।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন ছক্কার নতুন রাজা গাপটিল। ৫০ বলে ৯৭ রানের ইনিংস খেলার পথে ৮টি ছক্কা হাঁকান তিনি। সপ্তম ওভারে অ্যাডাম জাম্পাকে লং অফ দিয়ে নিজের ইনিংসের চতুর্থ ছক্কা হাঁকিয়ে পেছনে ফেলেন ভারতের ‘হিটম্যান’ রোহিতকে। এরপর আরও চারটি ছক্কা মারেন গাপটিল। দ্বিতীয় ম্যাচ শেষে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের মোট ছক্কার সংখ্যা ১৩২টি। ১২৭ ছক্কা নিয়ে দুইয়ে নেমে গেছেন রোহিত।
রোহিতের চেয়ে দুই বছর পর ২০০৯ সালে প্রথম টি-টোয়েন্টি খেলেন গাপটিল। ৯২ ইনিংস খেলে ছক্কার শীর্ষ আসনে বসলেন নিউ জিল্যান্ডের ওপেনার। আর রোহিত ১০০ ইনিংস খেলে এতদিন সবার ওপরে ছিলেন।
গাপটিল-রোহিত ছাড়া ছক্কার সেঞ্চুরি আছে আর তিন জনের। ইংল্যান্ডের এউইন মরগান ৯৪ ইনিংসে ১১৩টি ছক্কা মেরেছেন। গাপটিলের সতীর্থ কলিন মুনরো ৬২ ইনিংস খেলে ১০৭ ছয়ের মালিক। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল ৫৪ ইনিংসে হাঁকিয়েছেন ১০৫টি ছক্কা।