বলিউডের শাহেনশাহ খ্যাত জনপ্রিয় অমিতাভ বচ্চনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (১ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
ভারতীয় গণমাধ্যমে অমিতাভের পরিবারের এক সদস্য বলেন—তেমন গুরুতর কিছু নয়, ছানি কাটার জন্য চোখে কেবল একটি লেজার সার্জারি হয়েছে। খুব শিগগির তিনি বাড়ি ফিরবেন।
এদিকে ভক্তদের ধন্যবাদ জানিয়ে অমিতাভ বচ্চন টুইটে লিখেছেন—এত উদ্বেগ ও প্রার্থনার জন্য ধন্যবাদ। এই বয়সে চোখের অস্ত্রোপচার বেশ স্পর্শকাতর হতে পারে, তবে পুরো বিষয়টি খুব যত্ন সহকারে সামলাতে হয়! সবচেয়ে ভালো উপায়ে চিকিৎসা করা হয়েছে। আশা করছি, সব ঠিক হয়ে যাবে।
ক্ষমা চেয়ে অমিতাভ বচ্চন লিখেছেন—চোখের দৃষ্টি ধীরে ধীরে ফিরছে এবং সুস্থ হয়ে উঠছি। যার কারণে লেখায় কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন।
শারীরিকভাবে অনেকদিন ধরেই অসুস্থ অমিতাভ। এজন্য আগেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জানা গেছে, এই অভিনেতা যক্ষ্মা রোগে আক্রান্ত, হেপাটাইটিস বি পজিটিভ এবং তার ৭৫ শতাংশ লিভার অকেজো হয়ে গেছে।