ভারতের আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের বিরুদ্ধে।
সোমবার (১ মার্চ) বলিউডের প্রখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতারের দায়ের করা মানহানির মামলার পরিপ্রেক্ষিতে জামিনযোগ্য এই পরোয়ানা জারি করা হয়েছে।
সমন জারি করা সত্ত্বেও সোমবার (১ মার্চ) আদালতে হাজির হননি অভিনেত্রী কঙ্গনা। এজন্য তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। সংবাদ সংস্থা এএনআইকে কঙ্গনার আইনজীবী জানিয়েছেন—বিষয়টি নিয়ে উচ্চআদালতের দ্বারস্থ হবেন তারা। আগামী ২২ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের নেপোটিজম নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা। করণ জোহর আলিয়া ভাটের পাশাপাশি জাভেদ আখতারের নাম নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। স্বজনপোষণের অভিযোগ তুলেছিলেন।
শুধু তাই নয়, হৃতিক রোশানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন জাভেদ আখতার কঙ্গনাকে বাড়িতে ডেকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছিলেন কঙ্গনা। তারপর এই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার।