রাকিবুল হক ইবন
আর, যখন তিনি পড়তে আরম্ভ করবেন
হে আমার বর্ণমালা,
প্রস্ফুটিত সুগন্ধ ফুলের মতো, পরিপার্শ্ব তাঁর
ভরে দিয়ো আত্মবিশ্বাসের সৌরভে,
বুকে যেন তাঁর জাগে দেশপ্রেম, জাগে স্বপ্ন।
আমি এমন একটি দেশে জন্মেছি,
যে দেশের নিজেরই এখন ট্রিটমেন্টকরা-দরকার;
সে-রকম একটি দেশের নিকট হতে
আমার নিজের ট্রিটমেন্ট প্রত্যাশা করি কী-করে?
আমি পারছি-না-বুঝতে! মা…
ওরা বড়ো বড়ো বুদ্ধ মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে
এতে পৃথিবীর ক্ষতি হল অনেক;
পৃথিবীর ক্ষতি মানেই তো আমার ক্ষতি…
আমি শ্বাস দীর্ঘ করে ছাড়লাম কাবুলের পথে রক্তে
কোথায় সেই জীবন যা হারিয়ে ফেলেছি আমরা হাঁটাচলার মধ্যে?
কোথায় সেই জ্ঞান যা হারিয়ে ফেলেছি আমরা তথ্য আর উপাত্তের ভিড়ে?
কোথায় সেই প্রজ্ঞা আমরা ফেলেছি যা হারিয়ে এই জ্ঞানেরই ভিতরে?
এখন আমি চাইলেই আমার স্বপ্নকে নিয়ন্ত্রন করতে পারি,
ফলে তোমাকে আজো আমি আমার স্বপ্নের
মধ্যেও সন্দেহ করি..