বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েঠে ভারত। তারা অবৈথভাবে ভারতে প্রবেশ করার অপরাধে আটক করা হয়েছিলো।
বুধবার (৩ মার্চ) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থল বন্দর দিয়ে তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
হস্তান্তরকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সদস্য, বিয়ানীবাজার থানা পুলিশসহ স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেরত পাঠানো বাংলাদেশিরা হলেন- মো. সাদ্দার আলী, পিটু মণ্ডল, মো. আশরাফুল ইসলাম, মো. বাড্ডু মিয়া, সনজিত চন্দ্র দাশ ও মো. হাছান বিশ্বাস।
শেওলা চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আবুল কালাম জানান, শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার ভারত থেকে ফেরা ৬ বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষা করেন। করোনার উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্ট এর নেগেটিভ রেজাল্ট থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে আত্নীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়।’