ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বরেছেন, ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক এমন জায়গায় দাঁড়িয়েছে যে, এখন এমন কোনো ইস্যু নেই যে উভয় দেশের মধ্যে আলোচনা হতে পারে না।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ড. এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যে উভয় দেশের সব সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।’
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন জানিয়ে তিনি বলেন, ‘করোনাভাইরাসের পরবর্তী সময়ে মোদির এটাই প্রথম বিদেশ সফর।’
বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা নিয়ে জয়শঙ্কর বলেন, ‘নো ক্রাইম নো কিলিং। তবে সীমান্তে হত্যা দুঃখজনক। আমরা চাই না, একজন মানুষও মারা যাক।’
পানি বণ্টন নিয়ে তিনি বলেন, ‘উভয় দেশের মধ্যে পানি বণ্ঠন নিয়ে আমরা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে কাজ করছি। ভারত আগের অবস্থানে রয়েছে। এই বিষয়ে আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে।’