আগামী ১৭ মার্চ থেকে বাংলাদেশে বসবাসতে ও কার্যরত বিদেশি নাগরিকদের করোনাভাইরাসের টিকা নিবন্ধন শুরু হবে।
শনিবার (৬মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ফরিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৭ মার্চ বিদেশি নাগরিকদের জন্য টিকা নিবন্ধনের ওয়েবসাইট সুরক্ষায় একটি আলাদা ট্যাব যুক্ত করা হবে।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি চলছে দেশে।