রেজাউল ইসলাম:--অন্টারিও গর্ভামেন্ট দ্বিতীয় ফেজে কারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাক্সিন পাবে তার বিস্তারিত তালিকা এবং ভ্যাক্সিন বিতরনের পরিকল্পনা প্রকাশ করেছে। এই পরিকল্পনায় বয়স এবং স্বাস্থ্য ঝুঁকিতে যারা আছে তাদেরকে অগ্রাধিকারের ক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়েছে।
অফিসিয়ালরা শুক্রবার রিপোর্টারকে বলেন যে, প্রভিন্স এপ্রিলে দ্বিতীয় ফেজে ভ্যাক্সিনেশন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এখন প্রস্তুত রয়েছে। প্রায় ৯ মিলিয়ন অন্টারিও বাসিন্দা এই ফেজে তাদের প্রথম ডোজ ভ্যাক্সিন পাবে যা জুলাইয়ে শেষ হতে পারে।
দ্বিতীয় ফেজে গর্ভামেন্ট নিন্মক্ত তালিকা অনুযায়ী গনটিকা কার্যক্রম শুরু করবে
১) ৬০-৭৯ বছর বয়স্ক, উচ্চ ঝুকিপূর্ণ যারা কংগ্রিগেট সেটিংয়ে( লং-টার্ম কেয়ার,সেল্টার,গ্রুপ হোম) আছেন
২)উচ্চ ঝুকিপূর্ণ যে সব ব্যক্তি ক্রনিক কনডিশনে আছেন এবং তাদের ক্যায়ারগিভাররা
৩)সেই সব উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠি যারা বাসা থেকে কাজ করতে পারে না উল্লেখ্য যে, মডার্না এবং ফাইজার ভ্যাক্সিন পুরোপুরি কার্যকর হবার জন্য দুই ডোজ ভ্যাক্সিন গ্রহন করতে হয়।
গনটিকা দান কর্মসূচীর ন্যাশনাল এডভাইজারি কমিটি স্বাস্থ্য কর্মকর্তাদেরকে সুপারিশ করেছেন যে,প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের বিরতি সময় ২১ দিন পর অথবা ২৮ দিনের পরিবর্তে চার মাস পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। এতে করে সীমিত ভ্যাক্সিন সরবরাহের মধ্যে অন্টারিও সরকার সবোর্চ্চ সংখ্যক জনসংখ্যাকে অতি দ্রুততার সাথে প্রথম ডোজ ভ্যাক্সিন দিতে পারবে।