গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। সুখবর হচ্ছে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে আজ বুধবার বাসায় ফিরবেন নন্দিত এই অভিনেতা। দীর্ঘ চার মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে অবশেষে তিনি ঘরে ফিরছেন।
এটিএম শামসুজ্জামানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাসায় ফিরলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে চলতে হবে এটিএম শামসুজ্জামানকে।
গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। পরে সেখান থেকে বঙ্গবন্ধু মেডিকেল শেখ মুজিব মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়। সেখানে ডা. আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা চলে তার। সুস্থ হয়ে এবার বাসায় ফেরার পালা।
গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেয়া হয়। নিয়মিত খোঁজ-খবরও রাখেন প্রধানমন্ত্রী।