বাংলাদেশেও শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ‘এন৫০১ওয়াই’ স্ট্রেন। এটি যুক্তরাজ্যে পাওয়া গিয়েছেলো। ইতোমধ্যে ৫ থেকে ৬ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তবে কতজনের মধ্যে এ ভাইরাস ছড়িয়েছে তা নিশ্চিত নয়।
বুধবার (১০ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যুক্তরাজ্যের স্ট্রেইন সংক্রমণ ক্ষমতা বেশি। বাংলাদেশ এই স্ট্রেইন নিয়ে পর্যবেক্ষণ করছে। তবে বাংলাদেশে সংক্রমণ সংখ্যা বাড়ার জন্য ইউকে ভেরিয়েন্টের প্রভাব নেই বলে জানান তিনি।