কুমিল্লার একটি যাত্রীবাহী বাসের আগুনে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) গৌরীপুর এলাকায় সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, দগ্ধ নয়জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- ওমর ফারুক, মিজান তালুকদার, গোলাম হোসেন, নুরুল ইসলাম ও শামসুন্নাহার। দগ্ধদের মধ্যে ওমর ফারুক ও মিজান তালুকদারের শরীরের ৮ শতাংশ এবং গোলাম হোসেনের ৩০ শতাংশ পুড়ে গেছে।
শামসুন্নাহার নিহত রফিকুল ইসলামের স্ত্রী। এছাড়া একই পরিবারের শাহিনুর ও সানজানা নামে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাসস্ট্যান্ডের কাছে বাসে এই অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে দু্ইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একজন গৌরিপুরের বাসিন্দা রফিকুল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, মতলব এক্সপ্রেসের বাসটি ঢাকা থেকে চাঁদপুরের মতলব যাচ্ছিল। সন্ধ্যা ৬টার সময় বাসে আগুন ধরে। ধারণা করা হচ্ছে, বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুন ধরে।