মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আবারো বৃদ্ধি পাচ্ছে ভারতের মহারাষ্ট্রের পুনেতে। তাই পুনে জেলায় আংশিক লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। এই জেলায় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে স্কুল-কলেজ। এছাড়াও রাত ১১ থেকে সকাল ৬ পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানয়েছে।
পুনের নতুন নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- হোটেল, রেস্তোরাঁ ও বার রাত ১০টার মধ্যে বন্ধ করতে। এসব স্থানে ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন। ১০ থেকে রাত ১১ পর্যন্ত হোম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে। এছাড়া শপিংমল, বাজার ও সিনেমা হল রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে।
এদিকে, গেল ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ১৫ হাজার ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছর এক দিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি। পুনে শহরে নতুন করে ২ হাজার ৮৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সংক্রমণ বাড়ায় নাগপুরে লকডাউনের ঘোষণা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ থ্যাকারে। পরিস্থিতি অনুযায়ী মহারাষ্ট্রে লকডাউনের বিষয় ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছেন তিনি। অবশ্য রাজ্যের ব্যবসায়ীরা লকডাউন ঘোষণা না করার অনুরোধ জানিয়েছেন।
বৃহস্পতিবার উদ্ধভ থ্যাকারে জানিয়েছেন, আরও ২-৩টি জায়গায় করোনা সংক্রমণ বাড়ছে। তাই সাধারণ মানুষ যদি এখনও সচেতন না হন, তা হলে রাজ্যে লকডাউনের ভাবনা চিন্তা করা হবে।