রেজাউল ইসলাম:-প্রতিবারের মতো এবারো করদাতাদেরকে এপ্রিলের ৩০ তারিখের মধ্যে আয়কর রিটার্ন ফাইল করতে হবে।
গোয়েল্ফের কমপ্লিট ট্যাক্স এন্ড বিজনেস সার্ভিসের স্বত্ত্বাধিকারী কার্ল শ্বান্সন বলেন, “এপ্রিলের ৩০ তারিখ ট্যাক্স ফাইল করার ডেডলাইন এবং এই দিন ট্যাক্স ফাইল করার জন্য টার্গেট করা উচিত নয়, কারন, এইদিন শুক্রবার পড়ায় সপ্তাহান্ত শেষ করে ট্যাক্স ফাইল করার ফুরসত নাই। এই বছর, অনেক কানাডিয়ান যারা গত বছর সিইআরবি ক্লেইম করেছিলেন অথবা বাসায় থেকে কাজ করেছেন, তারা খুব সম্ভব ভাবছেন এগুলি কিভাবে তাদের ট্যাক্স-রিটার্নে প্রভাব ফেলবে।
গত বছর আপনি যদি ডিসেম্বর ৩১,২০২০ তারিখের আগে কোন সিইআরবি পেইমেন্ট নিয়ে থাকেন তবে তা কানাডা রেভিনিউ এজেন্সীকে রিপোর্ট করতে হবে। সিআরএ ওয়েবসাইট বিবৃতি দিয়েছে যে, কানাডিয়ানরা মার্চের ১০ তারিখের আগে T4A স্লিপ পাবে যা ফিলআপ করে ৩০ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। যারা সার্ভিস কানাডা থেকে সিইআরবি সুবিধা পেয়েছেন তাদেরকে T4A র পরিবর্তে T4E স্লিপ দেওয়া হবে।
শ্বান্সন বলেন, কানাডা রেভিনিউ এজেন্সী শুধুমাত্র তাদের কাছ থেকেই সিইআরবি সংগ্রহ করবে যাদের আয় ৭৫০০০ ডলার অথবা তার চেয়ে বেশি করযোগ্য আয়। তাদের কাছ থেকেই এই বছর রেভিনিউ কানাডার পাওনা থাকবে।আরেকটি প্রভিশন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা এই বছর ৭৫০০০ ডলারের নিচে আয় করবে, রেভিনিউ কানাডা আগামী বছর সিইআরবির ব্যালেন্স তাদের কাছ থেকে সংগ্রহের উদ্যোগ গ্রহন করবে।