সাত বছর চিকিৎসা শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে দুই বাংলাদেশিকে। তারা অবৈথভাবে ভারতে প্রবেশ করেছিলো।
শনিবার (১৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানান।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেশ কয়েক বছর আগে ভুল করে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছিলেন দুই বাংলাদেশি। সেখানে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে চিকিৎসার জন্য আগরতলার মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতালে পাঠানো হয়। সাত বছর চিকিৎসার পর শুক্রবার তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়।
আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন বলেন, ‘আগরতলার মর্ডান সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসায় থাকা দুই বাংলাদেশি তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরে গেছেন। অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাদেরকে আটক করা হয়েছিল।
সহকারি হাইকমিশনার জানান, দুই বাংলাদেশির মধ্যে এক জনের নাম সমির কুমার মজুমদার। তার বাড়ি ফরিদপুর জেলায়। ২০১৪ সাল থেকে সে চিকিৎসাধীন ছিল। অপর বাংলাদেশি সায়েসতারা বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।