চলতি বছরে হজে যেতে ইচ্ছুকদের করোনার টিকা বাধ্যতামূলকভাবে নিতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বছর সরকারি ও বেসরকারি পদ্ধতিতে নিবন্ধিত ১৮ বছরের বেশি বয়সি ও ৪০ বছরের নিচে ৪ হাজার ৮৩৩ জন হজে যাবেন। এছাড়া ৪০ বছরের বেশি বয়সি ৫৫ হাজার ৮৭৩ জন হজযাত্রী রয়েছেন। সব মিলিয়ে হজযাত্রীর সংখ্যা ৬০ হাজার ৭০৬ জন। তাদের সবাইকে করোনার টিকা নিতে হবে ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, এজেন্সির নাম উল্লেখ করতে হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে চলতি মাসের (মার্চ) মধ্যে টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, হজযাত্রীদের করোনার টিকা বাধ্যতামূলক করে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশিত হয়েছে।