মিয়ানমারের সামরিক জান্তা তাদের গৃহবন্দি নেতা অং সান সু চিকে ঘুষ দেওয়ার স্বীকারোক্তি টেলিভিশনে প্রচার করেছে। মঙ্গলবার (২৩ মার্চ) এটি সম্প্রচার করা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের কিছু সংবাদমাধ্যম।
ইয়াঙ্গুনের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফ্যো মিন থেইন তার স্বীকারোক্তিতে জানিয়েছেন, অং সান সু চিকে তিনি বিভিন্ন সময় নগদ অর্থ, স্বর্ণের বার ও সিল্ক ঘুষ হিসেবে দিয়েছেন। সু চির সঙ্গে একাধিকবার তিনি সাক্ষাৎ করেছেন। যখনই সু চির প্রয়োজন হতো তখনই তিনি তাকে অর্থ দিতেন।
আরেকটি ভিডিওতে দেখানো হয়, রাজধানী নেপিদুর মেয়র অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ভুয়া ভোটার সৃষ্টির মাধ্যমে নির্বাচনী জালিয়াতি করেছে। একটি শহরেই জাল ভোটের সংখ্যা তিন গুণ বাড়ানো হয়েছিল।