রেজাউল ইসলাম:–বৃহস্পতিবার অন্টারিও ২৩৮০ নতুন সংক্রমন রিপোর্ট করেছে আর এর সংগে সংগে প্রভিন্সিয়াল মোট কেস দাঁড়িয়েছে ৩৩৬০৭০। তবে বৃহস্পতিবারের কেস গননায় ২৮০ কেস প্রভিন্সিয়াল সিস্টেমে ডাটা ক্যাচআপ করার জন্য অতিরিক্ত গননা করা হয়েছে। পুরোনো কেস অর্ন্তভুক্ত করার পরেও অন্টারিও ২০০০ এর বেশি নতুন কেস রিপোর্ট করেছে।
প্রভিন্স এই বৃদ্ধির হার জানুয়ারির শেষের দিকে কেস বৃদ্ধি পাওয়ার পূর্বে আর দেখে নি। বৃহস্পতিবার প্রভিন্সের রিপোর্ট অনুযায়ী, টরন্টোতে নতুন কেস ১০১৬, পিল রিজিওনে ২৯৪, ইয়োর্ক রিজিওনে ২৪৪, অটোয়াতে ১৫২, ডুরহাম রিজিওনে ৯০ এবং হ্যামিল্টনে ৭৯ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। অন্যান্য স্থানীয় পাব্লিক হেলথ ইউনিটগুলিতে ৭০ এর নিচে নতুন কেস রিপোর্ট করা হয়েছে। এই সংগে প্রভিন্সে মৃত্যুর সংখ্যা ৭২৮০ তে উন্নত হয়েছে আর অতিরিক্ত ১৭ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
অফিসিয়ালরা নতুন ভ্যারিয়েন্টের ব্রেকডাউন তালিকাভুক্ত করেছে। এই ভ্যারিয়েন্টগুলি বি.১.১.৭ (ইউকে ভ্যারিয়েন্ট), বি.১.৩৫১( সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট) এবং পি.১ ( ব্রাজিল ভ্যারিয়েন্ট) নামে পরিচিত। প্রভিন্সে সনাক্ত ভ্যারিয়েন্টের মধ্যে বি.১.১.৭ ইউকে ভ্যারিয়েন্ট ১৪৫৮ টি সনাক্ত হয়েছে যা গত দিনের চেয়ে ৬৯ টি বেশি , বি.১.৩৫১ সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে ৫১ টি যা গত দিনের চেয়ে ১ টি বেশি আর পি.১ ব্রাজিল ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে ৫৪ টি যা গত রিপোর্টের থেকে ৭ টি বেশি।