মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক দিনেই ৯০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার (২৭ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এমন দিনে এই হত্যাকাণ্ড ঘটলো যেদিন মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা দাবি করেছে, তারা দেশের জনগণকে রক্ষা করবে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবে।
শনিবার মিয়ানমারের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী দিবস পালন করছে। এদিন মান্ডালায় ও ইয়াঙ্গুনসহ অন্যান্য শহরে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছে, ঘরে ফিরে না গেলে তাদেরকে মাথা ও পেছনে গুলি করা হবে।
ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত জান্তাবিরোধী জোট বিআরপিএইচের মুখপাত্র ডা. সাসা বলেন, ‘আজকের দিনটি সশস্ত্র বাহিনীর জন্য লজ্জাজনক। তিন শতাধিক নিরাপরাধ মানুষকে হত্যার পর সশস্ত্র বাহিনী দিবস পালন করছেন জেনারেলরা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়াঙ্গুনের দালা উপশহরে বিক্ষোভে জড়ো হওয়া লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি করে নিরাপত্তা বাহিনী। ইনসেইন জেলা শহরে তিনজন নিহত হয়েছেন। আর পূর্বের লাশিহো শহরে মারা গেছেন চারজন। ইয়াঙ্গুনের কাছে বাগোতেও পৃথক চারটি ঘটনা ঘটেছে।