রোহিঙ্গা ক্যাম্প থেকে ষষ্ঠ ধাপের প্রথম পর্বে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে আরো ২ হাজার ১২৮ জন রোহিঙ্গা।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ৩টায় নৌবাহিনীর ব্যবস্থাপনায় ছয়টি জাহাজে চট্টগ্রাম থেকে রওনা হয়ে তারা ভাসানচরে পৌঁছান।
ষষ্ঠ ধাপের প্রথম পর্বে পৌঁছানো রোহিঙ্গাদের মধ্যে ৫১২ জন পুরুষ, ৬১৩ জন নারী ও ১ হাজার ৩ জন শিশু রয়েছে। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
ভাসানচরে পৌঁছার পর সেখানে যাওয়া নতুন রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা করেন গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। পরে দলটিকে ওয়্যারহাউজে নিয়ে যাওয়া হয়। সেখানে নৌবাহিনীর সদস্যরা তাদের ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেন। ওয়্যার হাউজে তাদের দুপুরের খাবার খাওয়ানো হয়।
এর আগে, সকাল ৯টার দিকে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নৌবাহিনীর ছয়টি জাহাজ চট্টগ্রাম বোটক্লাব জেটি হতে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। দুপুর ৩টায় জাহাজটি ভাসানচরে পৌঁছায়।
ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহে আলম জানান, জাহাজ থেকে নামার পর রোহিঙ্গাদের প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যারহাউজে নেওয়া হয়। সেখানে তাদের ব্রিফ দেওয়া হয়। পরে ভাসানচরের বিভিন্ন ক্লাস্টারে তাদের স্থানান্তর করা হয়।