মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম। দেশটিতে করোনার প্রকোপ দিনদিন বেড়েই চলছে। এর মধ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোয়া তিন লাখ ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৩ হাজার ৭৬৯ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ২৫ হাজার ২৮৪। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১ এপ্রিল) ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৯১ হাজার ৯৭ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৭১৭ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৯৯ জন।
এদিকে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৬৩৯ জন। আর প্রাণ হারিয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৬১১ জন।