রেজাউল ইসলাম:–জানুয়ারীর মধ্য ভাগ থেকে ফার্স্ট নেশন কমিউনিটির মধ্যে এক্টিভ কোভিড-১৯ কেস প্রায় ৮০% হ্রাস পেয়েছে। এর কারন হিসাবে ইন্ডিজিনিয়াস সার্ভিসেস কানাডার শীর্ষ ডাক্তার ফার্স্ট নেশন কমিউনিটির মধ্যে উচ্চ হারে ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানিয়েছেন।
পাব্লিক হেলথের চীফ মেডিক্যাল অফিসার ডিপার্টমেন্টের ডাঃ টম ওয়াং বলেন, মধ্য জানুয়ারীতে যেখানে সবোর্চ্চ এক্টিভ নাম্বার ছিল ৪৮৭৫, তা মার্চের ৩০ তারিখে মাত্র ৮৬০ তে নেমে এসেছে। কানাডিয়ান প্রেসকে এক সাক্ষাৎকারে ওয়াং বলেন,”এটা দেখতে বেশ আশাপ্রদ এবং উৎসাহব্যঞ্জক মনে হচ্ছে।” “আমরা নভেম্বারে যেখানে নিন্ম এক্টিভ নাম্বার ছিল সেখানে ফিরে গেলাম।” ইন্ডিজিনিয়াস সার্ভিসেস কানাডার তথ্য অনুযায়ী, ফার্স্ট নেশন,ইনুইট এবং ট্রেডিশনাল কমিউনিটির মধ্যে মার্চের শেষ নাগাদ মোট ২৪৬৬৭৫ ভ্যাক্সিন ডোজ দেওয়া হয়েছে। ওয়াং বলেন, দেশের অন্যান্য স্থানে নতুন কোভিড-১৯ কেস যেখানে বৃদ্ধি পাচ্ছে সেখানে ভ্যাক্সিনেশন এবং স্বাস্থ্য বিধির কারনে ইন্ডিজিনিয়াস কমিউনিটির মধ্যে কোভিড-১৯ সংক্রমণ কমে যাবার প্রবনতা দেখা যাচ্ছে।
ফার্স্ট নেশন,ইনুইট এবং ট্রেডিশনাল কমিউনিটির মধ্যে বসবাসরত ৫০% এর বেশি প্রাপ্তবয়স্ক ইতিমধ্যে অন্তত এক ডোজ কোভিড-১৯ ভ্যাক্সিন পেয়েছে যা কানাডার প্রাপ্ত বয়স্ক সাধারণ জনসংখ্যার থেকে চার গুন বেশি। ইন্ডিজিনিয়াস সার্ভিসেস মিনিস্টার মার্স মিলার বলেন, “আমরা এই সফলতার জন্য ইন্ডিজিনিয়াস লিডারদের অব্যাহত সাহায্য এবং অংশিদারীত্বের জন্য ধন্যবাদ জানাচ্ছি।” মিলার বলেন, নর্দান টেরিটোরির ৭০% জনসংখ্যাকে ইতিমধ্যে ভ্যাক্সিনে দেওয়া হয়েছে।