শিব্বীর আহমেদ
বাংলার মাটি
সোনার চেয়েও খাঁটি
ফুলে ফলে ভরা জল
ছায়া তরুতল
নিশি চাঁদ তারায় ভরা
মায়া মমতায় ঘেরা
মুক্তিযুদ্ধের চেতনায় গড়া
মাথা উঁচু তার বিশ্বজোড়া।
গর্বে তার বুক চওড়া
মায়াবী চোখের চাহনি ভরা
লম্বা চুলের বিনুনী গাঁথা
বিশ্বজোড়া বীরগাথা
উন্নয়নের রেসিং কার
আমার গর্ব আমার অহংকার
বাংলার মাটি আমার মাটি
সোনার চেয়েও বেশি খাঁটি।