প্রিন্স ফিলিপ আর নেই। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ছিলেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৯ বছর।
শুক্রবার (৯ এপ্রিল) বাকিংহাম প্যালেস এই তথ্য জানিয়েছে।
রাজপ্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে মহামান্য রানি তার প্রিয়তম স্বামী ডিউক অব এডিনবার্গ মহামান্য প্রিন্স ফিলিপের মৃত্যু ঘোষণা করেছেন। মহামান্য আজ (শুক্রবার) সকালে উইন্ডসর ক্যাসেলে শান্তির সঙ্গে চিরবিদায় নিয়েছেন। পরবর্তী ঘোষণাগুলি নির্ধারিত সময়ে জানানো হবে।’
সংক্রমণ ও হৃদরোগের কারণে প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রিন্স ফিলিপ। সুস্থতার পর গত ১৬ মার্চ উইন্ডসর ক্যাসেলে ফিরেছিলেন তিনি।
প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ে করেন। এর পাঁচ বছর পর এলিজাবেথ ব্রিটেনের রানি হন। এই দম্পতির চার সন্তান, আট নাতি-নাতনি ও ১০ জন প্রপৌত্র রয়েছে। ব্রিটিশ ইতিহাসে কোনো রানির সবচেয়ে দীর্ঘ সময়ের জীবনসঙ্গী ছিলেন প্রিন্স ফিলিপ। আগামী জুনে তার ১০০তম জন্মদিন উদযাপনের কথা ছিল।