মহামারি করোনাভাইরাস একবারে জেঁকে বসেছে ভারতে। এক সপ্তাহের ব্যবধানে পাঁচবার করোনা শনাক্তের রেকর্ড ভঙ্গ হয়েছে দেশটিতে। এতে করে একদিকে দেশটির হাসপাতালগুলো যেমন রোগীর চাপ সহ্য করতে পারছে না, অপরদিকে শশ্মানগুলোতেও দাহের অপেক্ষায় থাকা লাশের সারি দীর্ঘ হচ্ছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন এব্ং মারা গেছে ৭৯৪ জন। করোনা মহামারি শুরুর পর এক দিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি। এর আগের দিন শনাক্তের সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ৮২৯ জন এবং মৃতের সংখ্যা ছিল ৭৭৩ জন। গত ৪ এপ্রিল দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি পার হয়। ওই দিন সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৭৯৩ জন এবং মৃতের সংখ্যা ৪৭৭ জন বলে জানানো হয়েছিল।
করোনার সংক্রমণের প্রথম পর্যায়ে এতো আক্রান্ত হয়নি যত আক্রান্ত হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ পাঁচ হাজার ৯২৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৯ লাখ ৯০ হাজার ৮৫৯ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটাই কম। এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৪৩৬ জনের।
সংক্রমণের সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। গত ১৫ দিনে এই রাজ্যে সংক্রমণ রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নির্বাচনী রাজ্য পশ্চিমবঙ্গেও বৃদ্ধি পেয়েছে কোভিড। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় এক লাফে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৮৭ হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য সংক্রমণ ঠেকাতে লকডাউন জারির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি সংক্রমিত অঞ্চলগুলো চিহ্নিত করে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পক্ষে বলে জানিয়েছেন।