যুক্তরাজ্যের একটি সংস্থা জানিয়েছে, গর্ভবতী নারীদেরও করোনাভাইরাসের টিকা দেওয়া উচিত। বয়স এবং ঝুঁকি বিবেচনায় যাদের টিকা দেওয়া হচ্ছে তাদের সঙ্গেই গর্ভবতী নারীদের টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন সংস্থাটি।
দ্য জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জেসিভিআই) বলেছে, ‘গর্ভবতী নারীদের টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ উদ্বেগের বিষয় নেই। সুনির্দিষ্ট নয়, বরং যে কোনো ব্র্যান্ডের টিকাই তাদের দেওয়া যাবে।’
সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৯০ হাজার গর্ভবর্তী নারী করোনার টিকা নিয়েছে। তারা মূলত ফাইজার ও মডার্নার টিকা নিয়েছে। টিকা নেওয়ার পর তাদের স্বাস্থ্য নিরাপত্তাজনিত কোনো সমস্যা দেখা দেয়নি।
জেসিভিআই বলেছে, ‘গর্ভবতী নারীদের অন্য ব্র্যান্ডের টিকা দেওয়া নিরাপদ নয় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এই বিষয়ে আরো গবেষণা প্রয়োজন।’