এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।
মঙ্গলবার (২০ এপ্রিল) নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন।
রাহুল গান্ধী জানিয়েছেন, করোনার কয়েকটি মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর তিনি পরীক্ষা করান৷ সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে৷ গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের বিধি মেনে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন কংগ্রেস সাংসদ৷
ভোট প্রচারে গত সপ্তাহে আসাম, কেরালা, তামিলনাড়ুতে গিয়েছিলেন রাহুল। তার পশ্চিমবঙ্গ সফরের কথাও ছিল। তবে সংক্রমণ বাড়ায় বাংলায় সমস্ত রাজনৈতিক প্রচার সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত নেন তিনি।
রোববার টুইটারে সোনিয়া-পুত্র লিখেছিলেন, ‘করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, পশ্চিমবঙ্গে সমস্ত সভা বাতিল করছি। সব রাজনৈতিক দলের নেতাদের বলব, এই পরিস্থিতি বিবেচনা করে রাজনৈতিক সভা করা নিয়ে আপনারা ভেবে দেখুন।’