গত ২৪ঘণ্টায় বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৬৮৩ জন।
এছাড়া, একই সমযে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ৪ হাজার ২৮০ জন। এখন পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩২ হাজার ৬০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিন নতুন করে সুস্থ হয়েছেন আরো ৭ হাজার ৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৫ হাজার ১৮৩ জন।
এর আগে টানা ৪ দিন শতাধিক মৃত্যুর পর মঙ্গলবার (২০ এপ্রিল) ৯১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৯ এপ্রিল) একদিনে সর্বোচ্চ ১১২ জন মারা যান। তার আগের তিন দিন যথাক্রমে ১০২, ১০১ ও ১০১ জন মারা যান।