ভারতে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সঙ্গে অভাব দেখা দিয়েছে অক্সিজেনের। অক্সিজেনে অভাবে ভারতের দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
করোনার ভয়াবহ সংক্রমণের কারণে ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা বেড়ে গেছে। এর মধ্যে দিল্লির হাসপাতালগুলোতে অক্সিজেনের হাহাকারের খবর সর্বজনবিদিত।
জয়পুর গোল্ডেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সিজেনের অভাবে ২০ করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে যা অক্সিজেন মজুত আছে তাতে খুব জোর দেড় ঘণ্টা চালানো যাবে। এর ফলে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি দুই শতাধিক রোগীর জীবন বিপন্ন।
কয়েকদিন আগেই শ্রী গঙ্গারাম হাসপাতালে ২৫ জন করোনা রোগীর মৃ্ত্যু হয়েছিল। অক্সিজেন না থাকায় দিল্লির বেশ কয়েকটি সুপার স্পেশালিটি হাসপাতাল রোগী ভর্তি নিচ্ছে না। এমনকী হাসপাতাল থেকে রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে।