মহামারি করোনাভাইরাসে চরম বিপর্যস্ত দেশ এখন ভারত। এর মধ্যে করোনার সংক্রমণ বাড়ায় দ্রুত ব্যক্তিগত কিংবা ভাড়া করা বিমানে দেশ ছেড়ে পালাচ্ছেন ভারতীয় ধনীরা।
রোববার (২৫ এপ্রিল) নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যটি জানিয়েছে, অধিকাংশ ধনী ভারতীয়ের গন্তব্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। স্বল্প দূরত্ব এবং অনেক বেশি ফ্লাইট পরিচালিত হওয়ায় মধ্যপ্রাচ্যের এই দেশটিকে বেছে নিয়েছেন তারা।
বেসরকারি ভাড়া বিমানের সংস্থা এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, বেসরকারি বিমানগুলোতে যাত্রীদের যাওয়ার আগ্রহ ‘পুরোপুরি পাগলের মতো’।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসকে ওই মুখপাত্র বলেছেন, ‘আগামীকাল দুবাইগামী আমাদের ১২টি ফ্লাইট রয়েছে এবং প্রত্যেকটি ফ্লাইট পূর্ণ।’
ইনথ্রাল এভিয়েশন নামের আরেকটি বেসরকারি বিমান সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে ফ্লাইটের ব্যাপারে শত শত মানুষ খোঁজ নিয়েছে।
সংস্থাটির মুখপাত্র বলেছেন, ‘চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে আরও বিমান ভাড়ার অনুরোধ করা হয়েছে আমাদের। এতে মুম্বাই থেকে দুবাই যেতে ১৩ আসনের একটি বিমান খাড়া করতে খরচ পড়বে ৩৮ হাজার মার্কিন ডলার এবং ছয় আসনের বিমান ভাড়া করতে খরচ হবে ৩১ হাজার ডলার।’
তিনি বলেন, ‘আমাদের বিমানের একটি আসন পেতে মানুষ গ্রুপ তৈরি করছে। আমরা থাইল্যান্ড যাওয়ার ব্যাপারে কিছু ফোন পেয়েছি। তবে অধিকাংশ চাহিদাই দুবাইয়ের।’