মহামারি করোনাভাইরাসের টিকা সরবরাহের প্রতিশ্রুত লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থতার অভিযোগে কোভিড-১৯ টিকার উৎপাদক ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে মামলা করেছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউর নির্বাহী বিভাগ ইউরোপীয়ান কমিশন জানিয়েছে, তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে সম্মান না জানানো ছাড়াও সময়মতো টিকা সরবরাহের ক্ষেত্রে আস্থা রাখার মতো পরিকল্পনা নিশ্চিত করতে না পারার কারণে তারা কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছে।
অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থার জবাবে আদালতে শক্তভাবে আত্মপক্ষ সমর্থনে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইইউ। উল্লেখ্য, টিকা নিয়ে ইইউ-অ্যাস্ট্রাজেনেকার মধ্যে দীর্ঘদিনের যে টানাপোড়েন চলছে, এর মধ্য দিয়ে তা আদালত পর্যন্ত গড়াতে যাচ্ছে।