ডলারের দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক। একদিনেই প্রতি ডলারে বাড়িয়েছে ১৫ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূল্য নির্ধারণ করা হয়। ডলারের দাম বৃদ্ধিতে অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীর অন্য দেশের টাকার অবমূল্যায়ন হয়েছে, কিন্তু আমাদের টাকাটা কিছুটা অতি মূল্যায়িত হয়েছে। এতে আমাদের রপ্তানি খাত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। হয়তো সেই চিন্তা করেই বাংলাদেশ ব্যাংক ডলারের দাম কিছুটা বাড়িয়েছে।
তিনি বলেন, এর ফলে রপ্তানি তুলনামূলকভাবে বৃদ্ধি পেলে এ সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু রপ্তানি বৃদ্ধি না পেলে যুক্তিসঙ্গত হবে না। বাংলাদেশ ব্যাংকের উচিত ডলারের দাম হঠাৎ বৃদ্ধি না করে পুরো বিষয়টি পর্যালোচনা করে আমাদানি-রপ্তানির উপর কিরূপ প্রভাব পড়বে তা দেখে সিদ্ধান্ত নেয়া, কতোটুকু অবমূল্যায়িত করা যেতে পারে। পাশ্ববর্তী দেশ বা রপ্তানি খাতে যারা আমাদের প্রতিযোগী রয়েছে তাদের অবস্থা দেখে পর্যালোচনা করে ফরেন এক্সচেঞ্জের রেটের ব্যাপারে অ্যাকশন নিতে পারে।